মঙ্গলবার, এপ্রিল ০৯, ২০১৩

হার্ডডিস্ক স্লো! গতি বাড়িয়ে নিন ।(না পড়লে মিস)।

হার্ডডিস্ক স্লো! গতি বাড়িয়ে নিন ।(না পড়লে মিস)

আমাদের প্রায় সকেলরই ধারণা কম্পিউটার স্লো পারফরম করার পেছনে হার্ডডিস্ক দায়ি।
আর এই সমস্যা হতে পারে আপনার হার্ডড্রাইভের স্লো সাইকেলের জন্য, অথবা ডিফল্ট IQR(interrupt request) সেটিংসের জন্য।এখন, হার্ডড্রাইভ স্লো চললে অবশ্যই READ/WRITE ও শ্লো হোবে,এটাঈ স্বাভাবিক।
এঈ প্রসেসের জন্য আমরা SYSTEM.INI ফাইলকে কিছুটা এডিট করবো।যদিও এই ট্রিক্সটি অনেক পূরানো এবং অনেকে জানেন,তবু যারা জানে না তাদের জন্য।

কিভাবে গতি বাড়াবেন?
১।RUN->Sysedit.exe->ইন্টার চাপুন।
২।ন্নNEW উইন্ডো দেখবেন,নিচের স্ক্রিনের মত।

৩।SYSTEM.INI উইন্ডোতে ক্লিক করুন।
৪।(DRIVER32)নিচে {386enh} দেখবেন।
৫।ট irq14=4096 টাইপ করে সেভ করুন।মুলত ৪ মেগাবাইট বাফার।

এই চিত্রটি দেখুন এবার।
তার পর কম্পিউটার রিস্টার্ট করে দেখবেন হার্ডড্রাইভের গতিতে কিছুটা বেড়েছে।
আর, ডিস্ক স্পীড চেক করতে চাইলে এই ঠিকানায়
http://www.roadkil.net/program.php/p13/disk%20speed টুলটি কাজে লাগাতে পারেন।

অসুবিধে হলে অবশ্যই জানাবেন।
ভালো থাকুন সুস্থ থাকুন.........।।
বিঃদ্রঃ-এই টিপসটি এক্সপি এবং ২০০৩-র জন্য উপলব্ধ।
ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃধন্যবাদঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ

২টি মন্তব্য: