নমস্কার সবাইকে।
আজ আবার লিখতে বসে গেলাম।
আশা করি আপনারা সবাই ভাল আছেন !
তো এবার কাজের কথায় ছলে আসি...,।।
বেশ কিছু সফটওয়্যার আছে যেগুলো তেমন একটা পরিচিত না। কিন্তু সফটওয়্যারগুলো নিজ নিজ ক্ষেত্রে
মানের দিক থেকে অসাধারন। তেমন কোন ভূমিকা না দিয়ে পোস্টে চলে যাই।
আজ আবার লিখতে বসে গেলাম।
আশা করি আপনারা সবাই ভাল আছেন !
তো এবার কাজের কথায় ছলে আসি...,।।
বেশ কিছু সফটওয়্যার আছে যেগুলো তেমন একটা পরিচিত না। কিন্তু সফটওয়্যারগুলো নিজ নিজ ক্ষেত্রে
মানের দিক থেকে অসাধারন। তেমন কোন ভূমিকা না দিয়ে পোস্টে চলে যাই।
Sublight
আজকাল অনেক মানুষ পিসিতে হাই কোয়ালিটি ডিভিডি রিপ কিংবা ব্লু-রে রিপ মুভি দেখে থাকেন।
সমস্যা হয় এদের সাবটাইটেল সাথে না থাকলে। অনেকেই আছেন সাবটাইটেল ছাড়াই মুভি দেখে থাকেন,
কিন্তু অনেকের পছন্দ সাবটাইটেল থাকা। এতে কথাগুলো বুঝতে সুবিধা হয়। এজন্য ব্যবহার করতে
পারেন Sublight.।
কি আছে এতে?
- ভিডিও ফাইল ব্রাউজ করে দেখিয়ে দিলেই সাবটাইটেল লিস্ট এনে দেবে। আপনি জাস্ট ডাউনলোড
- বাটনে ক্লিক করেই সাবটাইটেল পেয়ে যাবেন।
- ডাউনলোড হওয়া সাবটাইটেল মুভির ফোল্ডারেই ডাউনলোড হবে। VLC/KM দিয়ে প্লে করলে অটো
- সাবটাইটেল লোড হবে!
- রেটিং ও লিঙ্ক করার ব্যবস্থা আছে বলে ফেইক বা আনসিঙ্ক্রোনাইজড সাবটাইটেল থাকার সম্ভাবনা
- নেই।
সরাসরি হোমপেইজ ঠিকানা এখানে।
বন্ধুরা বেসি করে কমেন্ট করুন।
সবাই কে আন্তরিক ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য......।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন