সবাই কেমন আছেন ?ভালো আছেন তো! আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি।তো আমি আজকে কিছু শেয়ার করবো।
দেখুন আপনাদের ভালো লাগে কিনা।যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন।আসুন দেখি জিনিসটা কি?বর্তমানে অনেক
ল্যাপটপ বা নোটবুকে দেখা যায় উইন্ডোজ এ লগইন করতে গতানুগতিক পাসওয়ার্ড এর পরিবর্তে ফেস ডিটেকশন বা ফিঙ্গার প্রিন্ট
ডিটেকশন সিস্টেম থাকে। এইসব ল্যাপটপের মূল্যও হয় অনেক বেশি। আমরা যারা ডেস্কটপ পিসি ব্যাবহার করি বা ল্যাপটপে ফেস
ডিটেকশন সিস্টেম নাই, তাদের জন্য আজকে আমার জীবনের প্রথম পোস্ট এ নিয়ে এলাম ফেস ডিটেকশন সফটওয়্যার ( ফ্রী ফুল
ভার্সন) যা উইন্ডোজ এক্সপি এবং উইন্ডোজ সেভেন এ ব্যাবহার করা যাবে। আপনার ল্যাপটপ/ডেস্কটপ এ একটা ওয়েবক্যাম
থাকলেই হল।
IT IS YOUR FACE |
প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে।
যেভাবে ইন্সটল করবেনঃ
১. প্রথমেই আপনার পিসি টাকে control panel/user account এ যেয়ে passward protected করে নিন। (যদি করা না থাকে)
ইন্সটল শেষে আপনার ফেস দেখিয়া দেবার পর ঐ ফেস ছাড়া আর লগ ইন হবে না।
খুব ভাল লাগবে আপনাদের প্লিস ডাউনলোড করে দেখুন।
আজ এই টুকু থাক। পোস্টই পড়ার জন্য ধন্যবাদ।
%######ঃঃঃঃআমার ভালবাসা ও ধন্যবঃঃ;############%
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন