নমস্কার!
সবাই ভালো আছেন তো। বন্ধুরা আমিও ভালো আছি কিন্তু সময় অভাবে ব্লগে নিয়মিত লিখতে পারছিনা। তবুও সময় পেলে
আপনাদের মাঝে ছলে আসি।তো অনেক বক বক হল এবার কাজের কথায় আসি। PDF ফাইলের সাথে আমরা সবাই কম বেশি
পরিচিত। এটি আমাদের অতি প্রয়োজনীয় একটি ফাইল ফরম্যাট। তো অনেক সময় আমাদের একাধিক পিডিএফ ফাইলকে
একসাথে যুক্ত করার প্রয়োজন হয়ে থাকে। আর এই কাজটি করতে আমাদের নতুনদের কাছে খুব
জামেলার ব্যাপার। তো খুব দ্রুত ও
সহজে কাজটি আমরা করতে পারি। এবার আসুন দেখি কিভাবে করা যায়।।
৩। ফাইলের তালিকা থেকে, সফ্টওয়্যার সাম্প্রতিকতম ভার্সনটি নির্বাচন করুন।
৪। ফাইলের তালিকা থেকে, সাম্প্রতিকতম সফ্টওয়্যারটি নির্বাচন করে সঠিক ভাবে ইনস্টাল করুন।
৫। ইনস্টল করার পরে PDFBinder খুলুন। আপনি যদি আপনার ডেস্কটপে শর্টকাট কি দেখতে না পান, তাহলে আপনার স্টার্টমেনু
চেক করুন।
৬। সফ্টওয়্যারটি ওপেন হলে, Add Fileএর মাধ্যমে প্রথম ফাইল টি নির্বাচন করুন।
৭। Add File মাধ্যমে আপনার প্রয়োজন অনুযায়ী PDF ফাইলগুলি যোগ করুন।
৮। PDF ফাইল গুলো আপনার পছন্দ মত উপর নিচ করে পুনর্বিন্যাস করতে পারবেন।
৯। Bindবাটনে ক্লিককরুন।
সবশেষে নতুন ফাইলটির নাম দিয়ে আপনার কম্পিউটার এ সংরক্ষণ করুন। কিছুক্ষণ এর মধ্যেই আপনারনতুন তৈরি হওয়া PDF
ফাইলটি দেখতে পাবেন।
ভালো লাগুক আর না লাগুক তা বলে কমেন্ট করবেন না।
কমেন্ট না করলে আমার পোষ্ট করতে ভালো লাগেনা।কমেন্ট করুন।
============ধন্যবাদ===========
উত্তরমুছুনI knoω this is kind of off topic but I ωas wondегing which blog platform агe yоu using for this sitе?!?.RichardsilversteinThanks for you sharing